top of page

Short Term Culture

  • Writer: surroundingtalks
    surroundingtalks
  • Jun 23, 2018
  • 1 min read

বর্তমানে সময়গুলো এতটাই কঠিন যে কারো সাথে ক্লোজ হওয়া টা অনেক ভয়ঙ্কর চিন্তা মনে হয়। এর কারণ ও আছে বটে।


আমরা দিনে নানান পরিস্থিতিতে অনেকের সাথে মিশি কিন্তু এদের মধ্যে সবার সাথে ক্লোজ হই না, যাদের সাথে ক্লোজ হই তাদের সাথে ও ক্লোজ হওয়ার আগে ও হাজারবার চিন্তা করি যে, "আসলেই কি তাকে ট্রাস্ট করা যাবে?"

মানুষের একটা ফিতরত্ হচ্ছে মানুষের মন কখনো স্থির না। কখনো এখানে, কখনো ওখানে। সবসময় থাকে কমফর্ট এর খোঁজে। মানুষ এক স্থানে কখনো বেশিক্ষণ কমফর্ট ফিল করে না। পরিবর্তন চাই এবং আগের তুলনায় বলাটাই আশা করে।

এখানে ও কোনো সমস্যা ছিল না,সমস্যাটা দাঁড়িয়েছে তখনই যখন থেকে মানুষের হাতে অপশন বেশি আশা শুরু হয়ে গেছে। উদাহরণস্বরূপ, দুইজন ভাল বন্ধুর মধ্যে যার সাথে রেগুলার মিশি তার সাথে হালকা মনোমালিন্য হয়েছে, সাথে সাথে থাকে বাদ দিয়ে দ্বিতীয় জনের সাথে মিশতে দ্বিধাবোধ করি না। কারণ আমাদের হাতে তো অপশন আছে।


এখন সবাই শর্টটার্ম কালচারে পরিণত হয়েছে। শর্টটাম কালচারের এ ভিড়ের মধ্যে, গুটিকয়েক অদ্ভুত ব্যক্তিত্ব পাবেন, যারা আপনার সঙ্গ উপভোগ করে বলেই আপনার সাথে আছে, এমন না যে স্বার্থ উদ্ধারের জন্য আপনার সাথে আছে। সুতরাং, এদের হারিয়ে নিজের ক্ষতি করবেন না।

Recent Posts

See All

Comments


Drop Me a Line, Let Me Know What You Think

Thanks for submitting!

© 2020 by Surrounding Talks.

bottom of page